বিরল পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সাগর বিজয়ী
দিনাজপুর জেলার নবগঠিত বিরল পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ২৪৩৩ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সবুজার সিদ্দিক সাগর (নৌকা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আজাদ মনি (বরশি) পেয়েছেন ২৪২১ ভোট।
আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মোকলেছুর রহমান (জগ) ১৫৮৫, বিএনপি মনোনীত প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ) ৫৭৪, স্বতন্ত্র প্রার্থী তানজিউল ইসলাম লাবু (হেলমেট) ২৬৩, জাতীয় পার্টির আফজাল হোসেন দুলাল (লাঙ্গল) ৯৪, স্বতন্ত্র প্রার্থী আলহাজ মাও. মো. আইয়ুব আলী (কম্পিউটার) ৪২ ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদুর রহমান সেলিম (নারিকেল গাছ) ১৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার জাকিয়া সুলতানা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭৫৭০, বৈধ ভোটের সংখ্যা ৭৪৩১ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১৩৯টি।
এছাড়াও ১নং ওয়ার্ডে চন্দ্র কান্ত রায় চন্ডি, ২নং ওয়ার্ডে মোবারক আলী, ৩নং ওয়ার্ডে নুর ইসলাম বাবু, ৪নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডে শমশের আলী, ৬নং ওয়ার্ডে আইনুল ইসলাম, ৭নং ওয়ার্ডে শমশের আলী, ৮নং ওয়ার্ডে রব্বানী ও ৯নং ওয়ার্ডে আরিফুর রহমান সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।
অপরদিকে নবগঠিত ১২নং রাজারামপুর ইউনিয়নের প্রথম ভোটে আওয়ামী লীগ সমর্থিত মুকুল চন্দ্র রায় (নৌকা) ৪৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৩০২২ ভোট।
স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী (আনারস) পেয়েছেন ১১৩৩ ভোট ও বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৯৬৯ ভোট।
এমদাদুল হক মিলন/বিএ