মাদক ব্যবসার বিরোধে গাজীপুরে যুবক খুন
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশের চান্দরা সখীনগর এলাকা থেকে মো. মুইন ওরফে মুহিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ওই যুবক কুমিল্লার বরুরা থানার নোয়াগাঁও এলাকার আবুল হাসেমের ছেলে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে মুইনের বাম পা হাটু থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। শরীরেও ধারালো অস্ত্রের যখম রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসার বিরোধের জেরে ওই খুনের ঘটনা ঘটেছে। তার ব্যবসায়িক পার্টনাররা দুইদিন আগে ফোন করে বাড়ি থেকে মুইনকে ডেকে নিয়ে যায়। পরে তার মরদেহ গাজীপুরের সাতাইশের সখীনগর এলাকার একটি পতিত জমিতে পাওয়া গেল।
আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান