ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো জয়পুরহাটের ইজতেমা

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে প্রায় তিন লাখ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় দোয়া পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের ফায়সাল হযরত মাওঃ ফারুক।

আখেরি মোনাজাতে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Joypurhat

ইজতেমা কমিটির আমির (জিম্মাদার) মো. হাফিজ ইমাম জানান, জেলার পাঁচ উপজেলাসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামুইরহাট উপজেলার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেন।

জয়পুরহাট জেলা তাবলীগ জামাতের প্রধান আমির (জিম্মাদার) মো. হারুনুর রশিদ জানান, মানুষকে দ্বীনের পথে উদ্বুদ্ব করার জন্য এই ইজতেমার আয়োজন করা হয়েছে। মুসল্লীগণের ৩ দিনের শান্তিপূর্ণ ইবাদত শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, নিরাপত্তা রক্ষায় ২৩৫ জন পুলিশ সদস্যের পাশাপাশি র্যাবের সার্বক্ষণিক টহল দল ছাড়াও তাবলীগ জামাতের কয়েক ’শ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক মোতায়েন ছিল।

রাশেদুজ্জামান/এমএএস/এমএস

আরও পড়ুন