ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে হরতাল সমর্থনে মশাল মিছিল

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭

রেলওয়ে স্টেশনের মর্যাদা রক্ষায় একাট্টা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাবাসী। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে ‘বি’ গ্রেড থেকে ‘ডি’ গ্রেডে নামানোর প্রতিবাদ এবং ‘বি’ গ্রেডে পুনর্বহালের দাবিতে ডাকা রোববারের (৩১ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে স্থানীয়রা।

শনিবার সন্ধ্যা ছয়টায় জাগ্রত আশুগঞ্জবাসীর ব্যানারে উপজেলার কাচারী বীথিকা থেকে বের হওয়া মশাল মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহীন শিকদার ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ মুন্সি প্রমুখ।

এ সময় বক্তারা অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে ‘বি’ গ্রেডে পুনর্বহাল করে মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নসহ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেয়ার দাবি জানান। এছাড়া রোববারের হরতাল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে ‘ডি’ গ্রেডে নামানোর পর থেকেই ফুঁসে উঠেন আশুগঞ্জবাসী। গত কয়েক মাস ধরেই জাগ্রত আশুগঞ্জবাসীর ব্যানারে স্টেশনের মর্যাদা রক্ষার নানা কর্মসূচি পালিত হয়ে আসছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। হরতাল চলাকালে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেলপথ এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণাও দেয় আন্দোলনকারীরা।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি/জেআইএম

আরও পড়ুন