রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা : আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৫) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১০টার দিকে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ (২৬) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এদিকে, এ ঘটনায় তুহিন দেওয়ান (২৫) নামে অপর এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে এবং আহত তুহিন গোয়ালন্দ উপজেলার পৌর ২ নং ওয়ার্ডের মৃত ছোহরাব দেওয়ানের ছেলে।
জানা গেছে, সোমবার রাতে ৭/৮ জন সন্ত্রাসীর একটি দল জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আকাশ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হত্যাকারীদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করছে।
রুবেলুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার