রাজন হত্যা : বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস জেলা প্রশাসকের
ফাইল ছবি
শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। মঙ্গলবার সকালে কান্দিগাওয়ে রাজনের বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজনের বাড়িতে যান। তারা রাজনের বাবা-মাকে সন্ত্বনা ও বিচারের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক রাজনের বাবার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।
জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হবে। পরবর্তী আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকাভুক্ত করা হবে। এছাড়া বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
# রাজন হত্যা : ৫ দিনের রিমান্ডে ইসমাঈল
ছামির মাহমুদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার