নরসিংদীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
প্রতীকী ছবি
নরসিংদীর বাজির মোড় থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করাহয়।
গ্রেফতাররা হলেন, বাজির মোড় মহল্লার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও হাজিপুর মহল্লার তপন চন্দ্র দাসের ছেলে দিপক চন্দ্র দাস (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের বাজির মোড় এলাকায় বহুদিন যাবৎ একটি বাড়িতে মোস্তফা মিয়া ইয়াবা ব্যবসা করে আসছে। গোপন সূত্রে জানতে পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দু'জনকে গ্রেফতার করে।
নরসিংদী মডেল থানার উপ-পরির্দশক (এসআই) মোস্তাক আহাম্মেদ বলেন, গোপন সংবাদ পাই থার্টি ফার্স্ট উপলক্ষে মোস্তফার বাড়িতে একটা বড় চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালায়। এসময় ২ অভিযান চালিয়ে হাজার পিস ইয়াবাসহ দু'জনকে গ্রেফতার করি। গ্তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সঞ্জিত সাহা/এফএ/জেআইএম