ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালের ৬ জেলায় সোয়া ২ কোটি বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ জানুয়ারি ২০১৮

উৎসবমুখর পরিবেশে বরিশাল বিভাগের ৬ জেলায় ১০ হাজার ৯২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ লাখ ২২ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ১৯২টি নতুন বই।

এবছর প্রথমবারের মতো নতুন বই পেল দৃষ্টিপ্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে উৎফুল্ল ছিল শিক্ষার্থীরা। বই পেয়ে আজই নতুন বছরের পড়ালেখা শুরু করার কথা জানায় তারা।

সোমবার সকাল ৯টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ডের দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বরিশাল জেলায় প্রাথমিক স্থরের বই উৎসবের উদ্বোধন করেন অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি।

এ সময় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক এসএম ফারুক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ১০টার দিকে বরিশাল জিলা স্কুলে বেলুন-ফেস্টুন উড়িয়ে মাধ্যমিক স্থরের বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান। এ সময় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক এসএম ফারুক জানান, বরিশাল বিভাগের ৬ হাজার ২৩১টি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ লাখ ৪৮ হাজার ২৯১টি নতুন বই বিতরণ করা হয়েছে। আজকের মধ্যে প্রাথমিকের সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা বলেন তিনি। নতুন বইয়ের মানও খুব ভালো বলে তিনি জানিয়েছেন।

একই দিন বিভাগের মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে ২ হাজার ৮৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯০১ কপি নতুন বই।

বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান জানান, বিভাগের সকল জেলা-উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের সব স্তরের সকল শিক্ষার্থীর হাতে আজই বই তুলে দেয়া হবে। একই সঙ্গে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল স্তরে বছরের প্রথম দিন বই তুলে দেয়ার কথা জানান বিভাগীয় কমিশনার শহীদুজ্জামান।

সাইফ আমীন/এএম/আইআই