ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যালয় ভবনের মেঝে ধস, নতুন বই নিতে আসেনি শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ১২:১০ পিএম, ০১ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলার মেঝে ধসে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় সোমবার বই বিতরণ উৎসবে শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর আগে রোববার দুপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার সময় বিদ্যালয় দ্বিতল ভবনের নিচতলার মেঝে বিশাল অংশ নিয়ে ডেবে যায়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ ২১ জন আহত হয়।

সোমবার বিদ্যালয়টিতে বই বিতরণ উৎসবের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। স্কুলটির সাড়ে ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২০০ শিক্ষার্থী বই বিতরণ উৎসবে উপস্থিত ছিল। বাকি শিক্ষার্থীরা ভয়ে স্কুলে আসেনি।

school

স্থানীয় এক অভিভাবক জানান, ফুলদী স্কুলে আমার ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। গত কালকের ঘটনার পর আমার মতো অনেক অভিভাবকই তাদের সন্তানদের স্কুলে পাঠাননি। আজ বই বিতরণ থাকলেও আমাদের সন্তানরা বই নিতে যায়নি। আমি চাই না আমার সন্তান ঝুঁকি নিয়ে স্কুলে যাক।

গজারীয়া উপজেলা শিক্ষা অফিসার রাহেলা বেগম বলেন, গতকাল ভবন ধসের ঘটনা ঘটেছে। আমারা সোমবার দুপুরে ফুলদী স্কুল পরিদর্শন করেছি। স্কুলের সকল শিক্ষার্থী বই নিতে আসেনি। তবে তাদের বই দেয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। স্কুল ভবনটির বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করা হবে।

school

জানা গেছে, গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক স্কুল ভবনের অবস্থা নাজুক। এর মধ্যে স্কুলগুলোতে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে স্কুলগুলোকে শনাক্ত করে সংস্কারের পদক্ষেপ নেয়া জরুরি বলে জানায় স্থানীয়রা।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএএস/এমএস/আইআই

আরও পড়ুন