শাহজাহান কামাল মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গভবনে তিনি শপথ বাক্য পাঠ করেন।
শাহজাহান কামাল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। প্রবীণ এ রাজনীতিবীদ দু’বারের এমপি।

এদিকে মন্ত্রী হিসেবে শাহজাহান কামাল শপথ করায় তাৎক্ষণিক লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ঢাকঢোল বাজিয়ে ও আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করে নেতাকর্মীরা।
এসময় মিষ্টি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
কাজল কায়েস/এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান