বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি
লক্ষ্মীপুরের বিএনপির নেতা-কর্মীদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের লামচরী এলাকায় সংবাদ সম্মেলন ডেকে জেলা বিএনপির সদস্য ফারুক হোসেন এ দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।
লিখিত বক্তব্যে ফারুক হোসেন বলেন, আমি ২৭ বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুঃসময়ে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছি। বাড়ি-ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর করা হয়। আমি এখন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী। দলের আন্দোলনে-সংগ্রামে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে কাজ করছি।
আমার বিশ্বাস, দল যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে। এছাড়া নিজের রাজনৈতিক অবস্থান জানান দিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার দাবি করেন তিনি।
কাজল কায়েস/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান