ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমার আদলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা ঈদগাহ মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে লাখো মুসল্লি অংশ নেবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

ইতোমধ্যে মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাব, ৮টি পানির ট্যাংক ও ৮০০ টয়লেট ও ওজুর স্থান। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, মুসল্লিদের জন্য তিন ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা পোশাক ও পোশাক পরিহিত ৫৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস