ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ১৩৫ বস্তা ওএমএস চাল জব্দ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে একটি দোকান থেকে ১৩৫ বস্তা ওএমএস’র চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকান থেকে চালের বস্তাগুলো জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

পুলিশ জানায়, মধুপুর বাজারের পল্লী চিকিৎসক বাবু মিয়ার দোকানে অবৈধভাবে বিক্রির জন্য ওএমএস’র চাল রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিক বাবু পালিয়ে গেলেও জব্দ করা হয় ১৩৫ বস্তা চাল।

বিষয়টি নিয়ে সনদ কুমার ওরফে বাবু ডাক্তার সাংবাদিকদের জানান, ফিরোজ, বশির ও আতিয়ার নামে তিন ব্যক্তি এসব চাল তার গুদামে রেখে যায়। তবে অভিযানের শেষ হতে না হতেই সনদ কুমার ওরফে বাবু ডাক্তার ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি বর্তমানে গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িত ৩ জন ওএমএস’র ডিলার ও দোকান মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

আরও পড়ুন