জয়পুরহাটে যুবদলের মিছিলে পুলিশের বাধা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জয়পুরহাটে বিএনপি ও যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানার সামনে থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ফলে মিছিলটি বেশি দূর এগুতে পারেনি।
এ সময় সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- যুবদল নেতা অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, আনিছুর রহমান, মাসুম, হাসানুজ্জামান ও শফিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ মিছিলে বাধা দেয়ায় পুলিশের সমালোচনা করে বক্তারা বলেন, শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়া পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না। অবিলম্বে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে। না হলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
রাশেদুজ্জামান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান