ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে ফাহমিদা (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাহমিদা ওই গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নামে ডুবে যায় ফাহমিদা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

আরও পড়ুন