উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করল রাজশাহী জেলা পরিষদ
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৮ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন।
জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গেল অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলায় নলকূপ স্থাপন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ১৬টি প্রকল্পে ১৭ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়।
এর মধ্যে প্রথম কিস্তিতে প্রতিটি প্রকল্পের অর্ধেক টাকা প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেয়া হলো। এ টাকার কাজ শেষে অবশিষ্ট টাকা পাবেন প্রকল্প সভাপতিরা।
তাদের হাতে চেক তুলে দেয়ার সময় বরাদ্দের অর্থের শতভাগ কাজ করার জন্য নির্দেশনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী হাবিব আহসান ও হিসাবরক্ষক আবজালুর রহমান উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/আইআই