রাজনকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সিলেট শহরতলীর কুমারগাঁয়ের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নওগাাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে বুধবার বেলা ১১ টায় শহরের নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
পরিষদের নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী অধ্যাপক ও কবি আতাউল হক সিদ্দিকী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা সিপিবি’র সভাপতি প্রদ্যুত ফৌদজার, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল, নওগাঁ পৌরসভার প্রকৌশলী গুরুদাস দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নির্যাতন ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি