ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসআর মোটর্সের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরালে ফেনীগামী সিএনজি চালিত অটোরিশাকে ধাক্কা দেয়। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার খলিল উদ্দিনসহ (৫০) দুইজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত খলিল উদ্দিনের জামাতা আবদুল মালেক নিহত খলিলের লাশ সনাক্ত করে বলে জানায় পুলিশ।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি