ব্রাহ্মণবাড়িয়ার ইজতেমায় লাখো মুসল্লির ঢল
ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমায় লাখো মুসল্লির ঢল নেমেছে। সদর উপজেলার শালগাঁও-কালিশীমা ঈদগাহ্ মাঠে ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতিত্ব করেন ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা রবিউল করিম।
তবে মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠ সংলগ্ন তিতাস নদীর দুই তীরে ও নৌকায় বসে নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। ইজতেমা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার ফলে অনেকে নৌপথে মাঠে আসেন।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পোশাকধারী ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
টুঙ্গী বিশ্ব ইজতেমার আদলে শালগাঁও-কালিশীমা ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে আঞ্চলিক এ ইজতেমা। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের এ ইজতেমা।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর