লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুরের রায়পুরে ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে পাষণ্ড স্বামী আবদুল মজিদ। বুধবার ভোরে রামগঞ্জ উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ তাহেরা বেগমকে (২৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তাহেরার চাচা তাজুল ইসলাম জানান, প্রায় ১০ বছর আগে শরিয়তপুরের মাইজারা গ্রামের শামছুল হক সর্দারের ছেলে আবদুল মজিদ সঙ্গে তাহেরা বেগমের বিয়ে হয়। গত কয়েক বছর ধরে মজিদ তাহেরার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছে। যৌতুকের টাকা নিয়ে তিনি প্রতিনিয়ত তাহেরাকে মারধর করতেন।৮/১০ দিন আগে যৌতুকের টাকাকে কেন্দ্র করে মজিদ তাহেরাকে বেধড়ক মারধর করে।
এক পর্যায়ে পালিয়ে তাহেরা রায়পুরের উদমারা গ্রামের বাবার বাড়ি চলে আসে। এর জের ধরে বুধবার ভোরে গোপনে মজিদ শ্বশুর বাড়িতে এসে ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে। এ সময় তিনি ঘুমন্ত তাহেরার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মজিদ দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআএরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব
- ২ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের
- ৩ মঞ্চে সস্ত্রীক গান গাইলেন বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন
- ৪ দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৫ শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ছাত্রদল নেতাকে অব্যাহতি