ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ওসমানীনগরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ জুলাই ২০১৫

সিলেটের ওসমানীনগরে নিজ বাড়ির ১০০ গজ দূরে ধান ক্ষেত থেকে ক্ষতবিক্ষত ক্বারী সিরাজুল ইসলাম রিপন (৩০) নামের এক ওযুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের পড়িয়ারখাই গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে। আটকরা হলেন, একই গ্রামের মৃত ইলিয়াছুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৬), মৃত বশির মিয়ার ছেলে জুনেদ আহমদ (৩২), ছালিক আহমদ (৫৫) ও তার ছেলে শরিফ আহমদ (২২)।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকে পরে থেকেই রিপনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে গ্রামের লোকজন তার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে নিহতের গলায়, পেট ও বুকে ধারালো ছুরির সাতটি আঘাত এবং পেটের মধ্যে একটি ধারালো ছুরি ঢুকানো পাওয়া যায়। এছাড়া মরদেহের পাশে মাটিতে আরেকটি ধারালো ছুরি পাওয়া যায়।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছ। মরদেহ দেখে মনে হচ্ছে কেউ তাকে চুরিকাঘাত করে হত্যা করেছে।

ছামির মাহমুদ/এ্রআরএ/আরআই