তীব্র শীতে বিপর্যস্ত নাটোরের জনজীবন
শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনযাপন করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়সহ নানা ধরণের ঠান্ডাজনিত রোগ। শ্বাসকষ্টসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তীব্র ভিড় দেখা দিয়েছে শীতের পুরনো কাপড়ের দোকানগুলোতে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের অফিস সহকারী নজরুল ইসলাম জানান ,শৈত্যপ্রবাহের কারণে রোববার নাটোরসহ আশেপাশের অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এই শৈত্যপ্রবাহ বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত তিন দিনে নাটোরে দেড় শতাধিক শিশু, নারী ও বয়স্ক মানুষ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর ভিড়ে হাসাপাতলের মেঝেতেও জায়গা নেই। আমরা রোগীদের চিকিৎসা দেয়ার যথাসাধ্য চেষ্টা করছি।
রেজাউল করিম রেজা/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম