মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দু’টি বাস
মেহেরপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দু’টি যাত্রীবাহী বাস। এ সময় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাংনী উপজেলার বামন্দীতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী উপজেলার বামন্দীতে মেহেরপুরগামী সিয়াম এন্টার প্রাইজ ও কুষ্টিয়াগামী জাকির এন্টার প্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দু’টি বাস দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ষটি নিশ্চিত করে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’টি বাস জব্দ করা হয়েছে।
আসিফ ইকবাল/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান