সন্তানকে খাওয়ানোর সময় ছাদ থেকে পড়ে গেলেন মা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার হটাৎপাড়ায় দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে শাহানাজ খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বাড়ির ছাদে সন্তানকে খাবার খাওয়ানোর সময় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহানাজ খাতুন উপজেলার দর্শনা পৌর শহরের হটাৎপাড়া এলাকার মামুনের স্ত্রী।
নিহতের নানা আলাউদ্দিন জানান, বুধবার বিকেলে শাহনাজ খাতুন নিজ বাড়ির দোতলার ছাদে শিশু সন্তানের খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত শাহনাজ খাতুন ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা কেরু হাসপাতালে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ থানায় অভিযোগ করেনি।
সালাউদ্দিন কাজল/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি