নওগাঁয় বাসচাপায় চিকিৎসক নিহত
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের চাপায় তমিজ উদ্দিন (৮০) নামে এক পল্লীচিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমিজ উদ্দিনের বাড়ি উপজলার ভীমপুর গ্রামে।
নওহাটা পুলিশ ফাঁড়ির এটিএসআই শামীম জানান, পল্লীচিকিৎসক তমিজ উদ্দিন রানীপুকুর বাজার থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই