ঝিনাইদহে ৭ কেজি রুপাসহ আটক ৩
ঝিনাইদহে পাচারের সময় প্রায় সাড়ে সাত কেজি রুপাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার কেদারগঞ্জ বাসস্ট্যান্ড পাড়ার ইমরান আহমেদ, দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার উৎসব আলী।
বৃহস্পতিবার দুপুরে শহরের কেসি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কেসি কলেজের সামনে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে ফরিদপুগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে সাত কেজি ৭০০ গ্রাম রুপা জব্দ ও তিনজনকে আটক করা হয়। জব্দ রুপা ভারত থেকে অবৈধপথে আনা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম