শীতে আগুন তাপানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার চৌড়হাসে শীতে আগুন তাপানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে ছুরিকাঘাতে শামীম ইসলাম (২৩) ও সোহান মণ্ডল (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে শহরের উপজেলা রোডে অবস্থিত চৌড়হাস কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার ডাবলুর ছেলে এবং সোহান একই এলাকার তোফাজ্জেল মণ্ডলের ছেলে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোহান মণ্ডল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র এবং শামীম স্থানীয় একটি শিল্প কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোহান তার বন্ধুদের নিয়ে আগুন তাপানোর জন্য প্রতিবেশী ডাবলুর বাড়ির পেছনে যায়। কিন্তু ওই বাড়ির লোকজন তাদের আগুন জ্বালাতে নিষেধ করে। এ সময় শামীমের সঙ্গে সোহানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহানের বন্ধু আসিফ শামিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শামীমও পাল্টা সোহানকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নাজমা ও ফরহাদ নামে দু’জনকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) ওবায়দুল রহমান জানান, আগুন তাপানো নিয়ে ছুরিকাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের দুই পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আল-মামুন সাগর/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান