দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটসহ উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় অাটকা পড়েছে শতশত যানবাহন।
এর অাগে সোমবার রাত সাড়ে ৩ টার দিকে ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং বাতি ও বয়া না দেখা যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে অাটকা ৪টি চারটি ফেরির যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম