ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১১:৪২ এএম, ১৫ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে জিপ ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রত্না নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ওরস থেকে মাইক্রোবাসযোগে কয়েকজন লোক বানিয়াচং ফিরছিলেন। মাইক্রোবাসটি রত্না নামক স্থানে পৌঁছলে হবিগঞ্জমুখী একটি জিপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বানিয়াচং উপজেলা সদরের তারাসই গ্রামের শাবান মিয়ার ছেলে আব্দুল গণি (৪৫) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

আরও পড়ুন