গাছের সঙ্গে স’মিলের করাতে কাটা পড়ল ইমাম
ইন্দুরকানীতে স’মিলের করাতে পাঞ্জাবি পেঁচিয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খোলপটুয়া গ্রামের মোসলেম আলী আকনের ছেলে আবুল কালাম আকন (৪৫) উপজেলার চন্ডিপুর গ্রামের বটতলা এলাকায় ভাই ভাই করাতকলে গাছ কাটাতে যান।
এ সময় মিল শ্রমিকদের সঙ্গে তিনিও গাছ ধরে টেবিলের ওপর তোলার সময় তার পরনের লুঙ্গি পেঁচিয়ে করাতে কেটে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আবুল কালাম বটতলা বায়তুল হাসান জামে মসজিদের ইমাম।
ভাই ভাই করাত কলের মালিক ও ইউপি সদস্য আবুল হোসেন জানান, আবুল কালাম আকন স’মিলে গাছ কাটতে এসে শ্রমিকদের সঙ্গে গাছ তুলে মেশিনে দেবার সময় তার লুঙ্গি পেঁচিয়ে করাতে কেটে গুরুত্বর আহত হয় তিনি। পরে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
ইন্দুরকানী থানা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
হাসান মামুন/এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ