ভোমরা স্থল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট
ফাইল ছবি
ট্রাক মালিক সমিতির চাঁদাবাজি ও ট্রান্সপোর্ট শ্রমিককে মারধরের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনসহ সকল শ্রমিক সংগঠন কর্মবিরতি পালন করছে। এর ফলে বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু জানান, ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদাবজির প্রতিবাদ করায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সপোর্ট শ্রমিক রুস্তম আলীকে বেধড়ক মারধর করেন মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ তার লোকজন।
এর প্রতিবাদে ভোমরা স্থল বন্দরের সকল কর্মচারী সংগঠন তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখতে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল