কর্মীদের ৬ দিনের বেতন দিয়ে ছানি অপারেশন ক্যাম্প
বিনামূল্যে বছরে ১০ হাজার মানুষের চোখে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফেরানোর প্রত্যয় নিয়ে অপারেশন ক্যাম্প শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান আদ-দ্বীন।
শুক্রবার বেলা ১১টায় যশোর জেলার মনিরামপুরের বোয়ালিয়া ঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী।
এসময় উপস্থিত ছিলেন, আদ-দ্বীন’র নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলীসহ চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে ৭০ জনের চোখে ছানি অপারেশনসহ শীতার্তদের মাঝে ৪০টি লেপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আদ-দ্বীনের নির্বাহী পরিচালক জানান, তার প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫ হাজার কর্মীর দেয়া ৬ দিনের বেতন ও প্রতিষ্ঠানের অর্থায়নে প্রতিবছর ১০ হাজার মানুষের দৃষ্টি শক্তি ফেরাতে কাজ শুরু করেছেন।
মিলন রহমান/এমএএস/পিআর