ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমসি কলেজে ছাত্রফ্রন্টকে ছাত্রলীগের ধাওয়া

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনবিরোধী প্রগতিশীল ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে সিলেটের এমসি কলেজে কর্মসূচি পালনকালে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের।

জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করে। মিছিলে ছাত্রলীগবিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর জের ধরে এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেইন, সৌরভ দাস, শামীম আহমদ, রাসেল এবং মুরাদের নেতৃত্বে মিছিলে ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস ছাড়া করেন ছাত্রলীগ কর্মীরা।

মহানগর পুলিশের শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, একটি বাম সংগঠন ক্যাম্পাসে মিছিল করতে চাইলে ছাত্রলীগ বাধা দেয়। তবে মারামারি কিংবা কেউ আহত হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমসি কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছামির মাহমুদ/এফএ/এমএস

আরও পড়ুন