নাটোরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক
প্রতীকী ছবি
নাটোরের লালপুর থেকে ৭৯৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহীর বাঘা থানার মনিগ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), মেরামতপুর গ্রামের মৃত আতাহার আলীর ছেলে আ. সালাম (৩৫), কাকরামাড়ি গ্রামের মৃত বাদল প্রামাণিকের ছেলে মাজদার প্রামাণিক (৪০) ও বেল মেরামতপুর গ্রামের মোহম্মদ মোস্তাকিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮)।
র্যাব-৫ এর সিপিসি-২ ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। অভিযানকালে সেখানে কয়েকজন লোককে এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে র্যাবের সন্দেহ হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের আটক করা হয়। পরে আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম