ধুনটে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৫
বগুড়ার ধুনট থানা পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৯), আতাহার আলীর ছেলে আসাদুল সরকার (২৫), মোকলেসুর রহমানের ছেলে ওবায়দুল হক সরকার (৩২), হারুনুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) ও এশাহাক উদ্দিনের ছেলে নান্নু সরকার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দারপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আজাহার উদ্দিন মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শাহীন আলমের প্রায় ২০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিবাদমান ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা থাকায় পুরো জমি প্রায় ৬ বছর ধরে অনাবাদি পড়ে আছে। কয়েক দিন আগে থেকে ওই জমি দখলের চেষ্টা করছে শাহীন আলম ও তার লোকজন।
এ ঘটনায় আজাহার উদ্দিন মাস্টার থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগে শাহীন আলমসহ ২০জনকে আসামি করা হয়েছে। এরপরও উভয়পক্ষের লোকজনকে থানায় ডেকে এনে বিষয়টি সমঝোতার চেষ্টা করে পুলিশ। কিন্তু এ বিষয়টি মিমাংসা করতে না পারায় আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে ওই জমি চাষাবাদে নিষেধ করা হয়। কিন্তু শাহীন আলম ও তার লোকজন পুলিশের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার বিবাদমান ওই জমি দখলের চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে থানার এসআই খোকন কুমার কুন্ডের নেতৃত্বে ৮ পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তখন শাহীন আলমের নেতৃত্বে তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
থানা হাজতে আটক আলমগীর হোসেন বলেন, বিবাদমান জমি দখল নিয়ে সেখানে চাষাবাদ করার প্রস্তুতিকালে পুলিশ আমাদের পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে থানা পুলিশের ওপর হামলার ঘটনা সঠিক নয়।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরএআর/আইআই