ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলবাড়ীতে ট্রাকচাপায় চালক নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় আহসান হাবিব বাবু (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকের হেলপার। শুক্রবার ভোর রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব বাবু ঠাকুরগাঁও সদর উপজেলার প্রধান পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত ট্রাকের হেলপার শফিকুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্র-ট-২০-৩০৬২), বগুড়ায় যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে ট্রাকটির চাকা পানচার হয়ে অকেজো হয়ে পড়ে। ফলে ট্রাকচালক আহসান হাবিব বাবু ও হেলপার শফিকুল ইসলাম নেমে ট্রাকটির চাকা পরিবর্তন করছিলেন। ট্রাকের নিচ থেকে বের হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার ট্রাকচালক আহসান হাবিব বাবুকে মৃত ঘোষণা করেন। শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই

আরও পড়ুন