ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- কল্পনা বেগম (৩০) ও তার সন্তান মাহফুজ (৫)। শুক্রবার রাত ৯টায় বড়লেখার শাহবাজপুরের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৯ টায় বড়লেখার শাহবাজপুরের অর্জুনায় ট্রাক্ট্রকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ মা ও শিশু সন্তান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বড়লেখার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচ

আরও পড়ুন