সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
নাটোরের লালপুরে বুধপাড়া গ্রামে তিন মাসের শিশু সন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ মা সালমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সালমা খাতুন (২০) বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ জানুয়ারি) সকালে ৩ মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে শীত নিবারণের জন্য আগুন পোহাতে থাকে গৃহবধূ সালমা।
একপর্যায়ে শিশু আগুনে পড়তে গেলে সন্তানকে বাঁচাতে গিয়ে গৃহবধূ সালমা নিজেই অগ্নিদগ্ধ হয়। সালমাকে গুরুতর আহতাবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সালমা খাতুনের মৃত্যু হয়।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে