ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

জয়পুরহাটের সদর উপজেলার হাঁটুভাঙা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিক পাঁচবিবি উপজেলার কাঁশড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে কৃষি শ্রমিক রফিকুল জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত পানির পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুজ্জামান/এএম/এমএস