ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হৃদয়ে ঈশ্বরদী’র ব্যতিক্রমী ঈদ আয়োজন

প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৯ জুলাই ২০১৫

ঈদের দিন ছিন্নমূল শিশুদের নতুন পোশাক ও খেলনা দিয়ে আনন্দে মাতিয়ে রেখেছিল ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে ঈশ্বরদী’র তরুণ সদস্যরা। এরা সকলেই শিক্ষা জীবন শেষ করে অবসর সময়ে সামাজিক কাজে যুক্ত হয়। তাদের এই কার্যক্রমের নাম দিয়েছে হাসিমুখ।

ঈদের দিন ২০ জন ছিন্নমূল শিশুকে নতুন পোশাক পরিয়ে রিকশায় শহর ঘুরিয়ে ঈশ্বরদীস্থ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট প্রাঙ্গনে তাদের খেলাধুলার আয়োজন করা হয়। শিশুদের হাতে তুলে দেয়া হয় খেলনাসহ নানা রংয়ের মুখোশ। আনন্দে মেতে উঠেছিল এসব বাবা-মা বঞ্চিত অবুঝ শিশুরা। একটি দিনের জন্য হলেও তারা ভুলে গিয়েছিল যে তাদের কেউ নেই।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএসআরআই’র মহাপরিচালক ড. খলিলুর রহমান। আয়োজকদের মধ্যে মোস্তাফিজুর রহমান নয়ন, একে বাপ্পী প্রমুখ সার্বক্ষণিক শিশুদের সাথে থেকে উৎসাহ জুগিয়েছেন।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর