শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ আহত ২
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম ও তার গাড়ির চালক আবদুল খালেক বাবু গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে ইউএনও মো.শফিকুল ইসলাম তার সরকারি গাড়ি নিয়ে পুকুরিয়া যাচ্ছিলেন। গাড়িটি পাইলিং মোড়ে পৌঁছা মাত্র একটি নৈশকোচকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যতিক খুটিতে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা ইউএনও এবং তার চালক গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম