নেত্রকোনায় ১ হাজার বস্তা সার জব্দ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে এক হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সারের ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে মঙ্গলবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে।
তিনি জানান, জব্দ করা সারের মালিক মোখলেছুর রহমানকে দুই মাস সার বিক্রি থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কামাল হোসাইন/এএম/আইআই