পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ জুলহাস বাহিনীর প্রধান নিহত
ফাইল ছবি
পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জুলহাস বাহিনীর প্রধান মো. জুলহাস মন্ডল (৪২) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে একটার দিকে বেড়া উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. জুলহাস মন্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের দড়িরচর মন্ডলপাড়া এলাকার মো. জসিম মন্ডলের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় নেতা এবং জুলহাস বাহিনীর প্রধান। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানী থেকে ডিএমপি পুলিশের মাধ্যমে গ্রেফতার করে তাকে আমিনপুর থানায় আনা হয়।
পুলিশ জানায়, জুলহাসের দেয়া তথ্য অনুযায়ী ওসি সুকুমার মোহন্তের নেতৃত্বে ঢালার চর ইউনিয়নের দড়িরচর মন্ডলপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। তারা বালাজ মেম্বারের মোড় নামক স্থানে পৌঁছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি বর্ষণ করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে মাঠের মধ্যে থেকে গুলিবিদ্ধ অবস্থায় জুলহাস মন্ডলকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় ওয়ান শুটারগান (সক্রিয়), ০৭ রাউন্ড তাজা কার্তুজ ও ০৬ রাউন্ড গুলির খোসা, একটি দেশীয় .২২ বোর পিস্তল, এক রাউন্ড .২২ বোর পিস্তলের তাজা গুলি ও একটি খালি খোসা এবং দুইটি রামদা ও একটি ছোরা পাওয়া যায়।
গোলাগুলিতে পুলিশের এএসআই মো. ফরিদুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, কনস্টেবল মো. নুরুল ইসলাম এবং মো. কামরুজ্জামান আহত হন।
আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ জুলহাস মন্ডলকে চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন ও আহতদের চিকিৎসা প্রদান করেন।
একে জামান/এফএ/জেআইএম