ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২০ জুলাই ২০১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি এলাকায় ইউক্লিপটাসের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাগানে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা শার্ট ছিল।

অমিত দাশ/এসএস/এমএস