ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

জয়পুরহাটের পৌর শহরের জানিয়ার বাগান এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে আজাহার আলী (৭০) নামের মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশী তমাল হোসেন নামের এক যুবক।

বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার আলী একই এলাকার মৃত মুন্সী ওসমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়লা ফেলাকে কেন্দ্র করে বুধবার দুপুরে শহরের জানিয়ার বাগান এলাকার মুক্তিযোদ্ধা আজাহার আলীর বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে একই এলাকার আহাদ আলী চৌধুরীর ছেলে তমালের বাক-বিতণ্ডা হয়।

এ সময় আজাহার আলী সেখানে উপস্থিত হয়ে ঘটনা শান্ত করার চেষ্টা করলে তমাল আজাহার আলীকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত আজাহার আলীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাশেদুজ্জামান/এএম/এমএস

আরও পড়ুন