ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৫২১

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৫২১ জন অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ০.৩১ শতাংশ। যা গতবার ছিল ০.২৩ শতাংশ। গতবারের চেয়ে অনুপস্থিতির হার .০৮ শতাংশ বেশি।

এবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা এক লাখ ৬৭ হাজার ৯২৮ জন পরীক্ষার্থীর। কিন্তু অংশগ্রহণ করে এক লাখ ৬৭ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী। এতে ৫২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে রংপুরে ৯৯, গাইবান্ধায় ৮২, নীলফামারীতে ৭৮, কুড়িগ্রামে ৫১, লালমনিরহাটে ৩৯, দিনাজপুরে ১১৪, ঠাকুরগাঁও ২৭ ,পঞ্চগড়ে ৩০ জন অনুপস্থিত রয়েছে।

গত বছর বাংলা প্রথমপত্র পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ৭৪৫ জন। যার মধ্যে এক লাখ ৫১ হাজার ৩৭৬ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩৬৯ জন। কোনো বহিষ্কার নেই।

এমদাদুল হক মিলন/এএম/আইআই