চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাত-পা বাঁধা ও মুখে কাগজ গুঁজে টেপ মোড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম এনামুল হক (৫৬)। তিনি জেলার নাচোল উপজেলার খেসবা গ্রামের মৃত লুৎফল হকের ছেলে।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বুধবার রাত ৮টার দিকে এনামুল হক বাড়ি থেকে বের হয়ে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। রাত ৩টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে পিছমোড়া করে হাত-পা বাঁধা এবং মুখে কাগজ গুঁজে টেপ জড়ানো অবস্থায় আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী লতিফা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/জেআইএম