ঈশ্বরদীতে ২ লাখ টাকার হেরোইনসহ আটক ১
ঈশ্বরদীতে ২ লাখ টাকার হেরোইনসহ ফরহাদ হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেট থেকে তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। ফরহাদ রাজশাহীর গোদাগাড়ি এলাকার মল্লিকপাড়া মাটিকাটা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস