৫শ টাকাই হলো কাল
মাত্র ৫শ টাকার বিনিময়ে ঝুঁকি নিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্ত একটি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পূর্ব গোপালনগর (চরনবীনগর) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া ফতুল্লার মাসদাইর এলাকার কাঁলা চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই এলাকার হায়দার মিয়ার মালিকানাধীন একটি গাছ বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্ত থাকার পরও বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করে রতনকে ৫শ টাকার বিনিময়ে ডাল কাটার জন্য বলেন। কিন্তু ডাল কাটতে গিয়ে রতন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় তার মরদেহ তারে ঝুলে থাকলেও বিদ্যুৎস্পৃষ্টের ভয়ে কেউ উদ্ধারের সাহস পায়নি। পরে সংযোগ বন্ধ করে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান