সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় আমদানি-রফতানি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় মহদীপুর স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন তাদের ব্যবসায়ীদের চাপের মুখে ঘোষণাকৃত কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে বলে মহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপ্রতি মন্ডল জানান।
এ ব্যাপারে সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবুর মহদীপুর স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, আমরা বন্দর বন্ধ করিনি। যারা কর্মবিরতি ঘোষণা করেছে, তারাই কর্মবিরতি প্রত্যাহার করেছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, কর্মবিরতি শেষে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
মোহাঃ আব্দুল্লাহ/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ২ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৩ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৪ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’
- ৫ বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী পার্থ, মনোনয়ন প্রত্যাহার গোলাম নবীর